ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে চাকরিচ্যুত এসআই মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান ।
স্থানীয়রা জানান, আতিকুর রহমান ২০১৬ সালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার নুরজাহান শেখকে বিয়ে করেন। তবে নানা ধরনের যৌতুক ও নির্যাতনের অভিযোগ ও প্রথম স্ত্রীর অনুমতি বাদেই বিউটি খাতুন নামে এক পুলিশ কনস্টেবলকে বিয়ে করলে প্রথম স্ত্রী ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলা করেন। পরে বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হলে ২০২২ সালে আতিকুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রথম স্ত্রীর করা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আতিকুর রহমানকে বুধবার ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয় ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, সদর থানা পুলিশের এসআই বাবলু খানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।