1. admin@banglarakash.com : admin :
August 23, 2025, 3:20 pm

নতুন চুক্তিতে ঘণ্টায় ৬৫ লাখ পাচ্ছেন রোনালদো

BanglarAkash desk
  • Update Time : Saturday, June 28, 2025,
  • 35 Time View
Spread the love

মৌসুম শেষ হওয়ার এরপর থেকে গুঞ্জন ওঠে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের থাকবেন তিনি।

তবে চুক্তিতে রোনালদোর বেতন কত ধরা হয়েছে, কোনো পক্ষই প্রকাশ করেনি। তবে রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান।

এএসের প্রতিবেদন অনুসারে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে ৪৬.৮০ কোটি মার্কিন ডলার পাবেন। দুই বছরে পাবেন ৯৩.৬০ কোটি। যা প্রতি মাসে ৩.৯ কোটি, প্রতি সপ্তাহে ৮৯ লাখ এবং প্রতি দিনে ১২.৮৮ লাখ মার্কিন ডলার হয়। যদি আরও ভেঙে দেখা হয়, তাহলে আল নাসর থেকে রোনালদোর প্রতি ঘণ্টার আয় ৫৩,৬৬৬, প্রতি মিনিটে ৮৯৪ এবং প্রতি সেকেন্ডে ১৫ মার্কিন ডলার পাবেন।

যুক্তরাজ্যের গণমাধ্যম সান বলছে, আল নাসর সৌদি প্রো লিগ জিতলে ৮০ লাখ পাউন্ড, তিনি নিজে সৌদি প্রো লিগ গোল্ডেন বুট জিতলে ৪০ লাখ পাউন্ড বোনাস পাবেন রোনালদো। প্রতিটি গোলের জন্য ৮০ হাজার পাউন্ড, যা দ্বিতীয় বছরে ২০% বাড়বে—এমন ধারাও আছে চুক্তিতে।

এ ছাড়াও চুক্তিতে আল নাসরের মালিকানার ১৫ শতাংশ দেওয়া হয়েছে রোনালদোকে, যা ৩.৩০ কোটি পাউন্ড মূল্যমানের। এ ছাড়া চুক্তি সই বাবদ দেওয়া হয়েছে ২.৪৫ কোটি পাউন্ড, দ্বিতীয় বছরের চুক্তি কার্যকর করলে যা ৩.৮০ কোটি পাউন্ডে পরিণত হবে।

এসবের বাইরে ড্রাইভার, হাউসকিপার, শেফ, গার্ডেনার, নিরাপত্তাকর্মীসহ সার্বক্ষণিক ১৬ জন কর্মী, প্রাইভেট জেটের ৪০ লাখ পাউন্ড খরচ বহন এবং ৬ কোটি পাউন্ড মূল্যের স্পনসরশিপ চুক্তির ব্যবস্থার কথাও আছে চুক্তিতে।

৪০ বছর বছর বয়সী রোনালদোকে এত সব সুযোগ-সুবিধা দেওয়া নিয়ে সানস্পোর্টসকে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, মালিকেরা জানেন যে তিনি এই লিগের মুখচ্ছবি। মহাতারকাদের আকর্ষণ করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তাকে যেকোনো মূল্যে ধরে রাখা তাদের জন্য অপরিহার্য ছিল। তিনি নিজেও ব্যাপারটা জানতেন।

তিনি বলেন, তাকে ধরে রাখতে হলে বলতে গেলে “সোনায় মোড়ানো” লাগত, তাই আগের চুক্তির চেয়েও বেশি টাকা, সুযোগ-সুবিধা ও বোনাস দেওয়া হয়েছে । রোনালদো এই লিগের প্রতীক এবং তাদের (মালিকদের) দৃষ্টিতে খেলাটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়।

রোনালদোকে ক্লাবের মালিকানা দেওয়ার বিষয়ে সূত্রটি বলেন, ‘তিনি যা কিছু চান, তার প্রায় সবকিছুই পাচ্ছেন। মালিকানার অংশ দেওয়ার মধ্য দিয়ে কর্তৃপক্ষ তাকে নিজেদের আরও কাছাকাছি রাখতে চায়—একটি শক্তি হিসেবে, যিনি অবসর নেওয়ার পরও খেলোয়াড়, স্পনসর এবং আলোচনা নিজের দিকে টানার ক্ষমতা রাখেন।’

 

২০২২ সালের ডিসেম্বর মাসে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর থেকে ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন তিনি। গত মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৫ গোল করে জেতেন গোল্ডেন বুট।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT