1. admin@banglarakash.com : admin :
August 24, 2025, 3:54 am

দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ হাজি

BanglarAkash desk
  • Update Time : Monday, June 16, 2025,
  • 25 Time View
Spread the love

পবিত্র হজপালন শেষে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৭৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন রয়েছেন।

সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬০টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৭,৪৬১ জন হাজি, সৌদি এয়ারলাইনসের ৯ হাজার ৪১৮ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৬ হাজার ৭৮০ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ২৯ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী চারজন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৯ জন ও আরাফায় ১ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

 


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT