আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে , ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ১৩৫ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হলনের উলফসন মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের পর ৬৫ জন আহতকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা আসঙ্কা জনক, সাতজনের অবস্থা মাঝারি এবং বাকিরা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।
তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশদোদের আসুতা মেডিকেল সেন্টার জানিয়েছে, পাঁচজনের চিকিৎসা চলছে- একজনের অবস্থা গুরুতর এবং চারজনের অবস্থা মাঝারি।
একজন হাসপাতাল কর্মকর্তা জানান, ‘আমাদের কাছে যে রোগীরা এসেছেন, তাদের বেশিরভাগেরই অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তবে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’
এদিকে স্বজনরা হাসপাতালে ভিড় করছেন এবং রোগীদের খোঁজখবর নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক তদারকি চালানো হচ্ছে বলে জানা গেছে।