আনোয়ার জাহিদঃ
ফরিদপুরের বোয়ালমারীতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পন্যের আড়তে যৌথবাহিনীর অভিযানে এক ফল ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে দেড়শ কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করে গোডাউনটি সাময়িক সিলগালা করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল।
গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাজারের চৌরাস্তা সংলগ্ন ফল ব্যবসায়ী মফিজুর রহমানের গোডাউনে অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন।
অভিযান সূত্রে জানা যায়, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপন্যের বাজার তদারকি শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার গোপন খবর পেয়ে বোয়ালমারী পৌর বাজারের চৌরাস্তা সংলগ্ন ফলপট্টিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ফল ব্যবসায়ী মফিজুর রহমানের ফলের গোডাউনে মেয়াদ উত্তীর্ণ খেজুর পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।
এ খবর পেয়ে, বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল ঘটনাস্থলেই আদালত বসিয়ে ভোক্তাধিকার ২০০৯ আইনে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দেড়শ কেজি খেজুর জব্দ ও ৯০০ কেজি খেজুরের মান পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য গোডাউনটি সিলগালা করা হয়।
অভিযানকালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প প্রধান ক্যাপ্টেন আজমাইনসহ যৌথ বাহিনীর সদস্যরা ছাড়াও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল ইনকিলাবকে জানান, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে ও খাদ্যে’র মান বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
Like this:
Like Loading...