শিরোনামঃ
শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে বিএনপির মামলা ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার নতুন বাজেট অনুমোদন আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে যাবে কোন অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প ডেঙ্গু হয়ে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, হল ছাড়ার নির্দেশ ইরানের ক্ষেপনাস্ত্রে নিরাপদ আশ্রয় খুঁজছে শত্রুপক্ষ যুক্তরাষ্ট্রের পারমাণবিক বৃহত্তর রণতরী ইরানের দিকে ধেয়ে যাচ্ছে ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যাবসায়ী‌কে গ্রেফতার। তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হল ফরিদপুরে ইরানি গণমাধ্যম: খুব শিগ্রহি টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মোসাদের দপ্তরে আঘাত করল ইরান ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত মাত্র ২৪ ঘণ্টায় ট্রাম্পের নির্দেশ তেহরান খালি করার লিবিয়া থেকে ১৫৮ বাংলাদেশি দেশে ফিরেছেন ঝড়ের পূর্বাভাস ইসরায়েলের উপর ইরানের সবচেয়ে বড় হামলা দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ হাজি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

আওয়ামীলীগ জনগনেরর সরকার না হয়ে জমিদারি সরকার হওয়ায়  হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে – ড. আসাদুজ্জামান রিপন

Reporter Name
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Spread the love

গোপালগঞ্জ থেকে আনোয়ার জাহিদঃ
আওয়ামীলীগ জনগের সরকার না হয়ে জমিদারি সরকার হওয়ায়,  হাসিনাকে  দেশ ছেড়ে পালাতে হয়েছে। আওয়ামিলীগ মানে জনগণের টাকায় জমিদারি করা সরকার ছিল। আওয়ামীলীগ মানে দেশের দরিদ্র মানুষের রক্ত চুসে খাওয়া দল।।আওয়ামীলীগ মানে দেশের নিরিহ মানুষের জান মালের উপর রোলার চালিয়ে তাদের ক্ষমতার মসনদে দাঁড়িয়ে থাকা সরকার দল। আজ শেখ হাসিনার পালিত পুত্র  বেনজির আহম্মেদ কোথায়? তার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় কোথায়? বেনজিরের অট্টালিকা মিল কল কারখানা রিসোর্ট, পার্ক, কোটি কোটি টাকার ব্যবসা আজ কোথায়?
যে সম্পদ মানুষ কে শান্তি দিতে পারে না। যে সম্পদ মানুষ কে ঘুমাতেও  দেয়না। যে টাকা  রাতের ঘুম হারাম করে দেয় সেই টাকা বা সম্পদের দরকার কি? শেখ হাসিনা এবং তার দোসরা জনগনের চোখের পানি বিক্রি করে সম্পদের পাহাড় গড়ছেন। দেশব্যাপী লুটপাট করে লুটের রামরাজত্ব কায়েম করছেন।
তাই তাদের আরামের ঘুম হারাম করে,সকল রাজকীয় একদলীয় শাসনের দাসত্ব ছিন্ন করায়ে আল্লাহ তায়ালা চিরতরে দেশ থেকে বিদায় করছেন। শত শত মায়ের বুক খালি করছেন হাসিনা – বেনজির- মনির গংরা। আজ তারা কোথায়? কোথায় তাদের ক্ষমতা?
 পুলিশের সাবেক  রেবের প্রধান বেনজির তার পরিবার পরিজন,স্ত্রী সন্তান স্বজনদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ করে ও পালিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য  হয়েছে। এর চেয়ে লজ্জার আর কি আছে। বিলাশ বহুল জীবন যাপন, হাসিনার- মন্ত্রী- এমপিরা আজ দেশ ছাড়া। তারাও হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন।
বেনজিরের স্ত্রী সন্তান ও স্বজনদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ। আজ এই সম্পদ পাহাড়া দেওয়ার  কোন লোক নাই।  আমরা জানি বেনজির বহু আগে দেশ ত্যাগ করেছেন, অথচ তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি কার হয়েছে। এটা হাসির খোরাক জোগানো ছাড়া কিছুই  নয়।
 বেনজির গংরা মিলে  রাতের ভোট দিনে কেটে  হাসিনাকে খুশী করার জন্য জনগনের তথা ভোটারের  সই স্বাক্ষর ছাড়াই ভোটের বাক্ম ভরে দেওয়া হয়েছে। আমি শেখ হাসিনা এবং তার দোসদের প্রতি চ্যালেঞ্জ  ছুঁড়ে দিতে চাই। বিগত তিন বছরের ভোটের ব্যালট পেপার জনগনের সামনে আনুন দেখবেন গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার জনগনই মাত্র ১০% ভোট দিয়েছেন।  বাকিটা ইতিহাস।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী)  দীর্ঘ ১৯ বছর পর  গোপালগঞ্জ জেলা বিএনপি  আয়োজিত এবং  জেলা বিএনপির আহবায়ক  শরীফ রফিকুজ্জামান এর সভাপতিত্বে,  সমাবেশের প্রধান অতিথি  বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন উল্লেখিত, কথাগুলো তিনি বলেন।
তিনি আরো বলেন,২০১৪-২০১৮ সাল পর্যন্ত দেশে যে সকল ডিসি, এসপি,ওসিরা দিনের ভোট রাতের অন্ধকারে ভোটের বাক্ম ভরে দিয়ে জনগণের চোখে ধূলো দিয়ে ক্ষমতার মসনদে বসিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন তাদের চিহ্নিত করে তাদের সম্পদের হিসেব নিয়ে সকলকে আইনের আওতায় আনতে হবে।
দেশব্যাপী বিএনপি আন্দোলন করছেন, জনগের  ভাতের অধিকার আদায় করতে। জনগণের পবিত্র আমানত নিরপেক্ষ ভোটন এবং  নির্ভয়ের  ভোটের অধিকার আদায় করতে।
আওয়ামীলীগ,জনগনের সরকার না হয়ে,জমিদারি সরকার হয়েছে। আগে ছিল শেখ হাসিনার  বাবা। তারপর মেয়ে , বারবারই ক্ষমতায় থাকতে হবে তার মেয়ের। এভাবেই আওয়ামী লীগ জমিদারি কায়দায়, বার বার ক্ষমতায় আসছে। জনগনের ভোটে নয়।
তিনি আরো বলেন, আমি মুসলিম, শেখ মুজিবসহ ১৯৭৫ সালে যতো মুসলমান হত্যা হয়েছে  সবখানে আওয়ামী লীগের দোসরা এর সাথে জড়িত। আমি সকল হত্যার বিচার চাই।  এ বিচার হাসিনা করেনি। তিনি ভারতের প্রেসক্রিপশনে  ভারতকে খুশি করতে তরিঘরি করে জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে মানবতার তমকা লাগিয়ে  প্রভুদের খুশি রাখছেন। কিন্তু  ঐ সময়ে বাপের বিচার করেনি।
আমার  মাতা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার  তারকে রহমান। আজও তার নামে দেশে কোন সম্পদ খুঁজে পায়নি সাবেকনও বর্তমান সরকার।
তার নামে ভুয়া এবং গায়েবি মামলা দেওয়া হয়েছে। অথচ কোন বাড়ির ঠিকানায় ওয়ারেন্ট  পাঠাবে সেই ঠিকানাই সরকারি লোকেরা পায়নি। কারন তার ঠিকানা ছিল
বাবা- মায়ের ঠিকানা। তিনি ছিলেন সাবেক
সেনা কর্মকর্তার সন্তান। সরকারি বাসভবন ছিল আসল ঠিকানা।
 জিয়া পরিবার লুটের রাজত্ব কায়েম করেনি। জায়গায় জায়গায় বাড়ি দখল করেনি তাই মিথ্যা বানোয়াট মামলার ওয়ারেন্ট পাঠানোর হোল্ডিং নম্বর খুঁজে পায়নি পুলিশ।
সমাবেশর  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  শামা ওবায়েদ ইসলাম  রিংকু, বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক  এডঃ জয়নুল আবেদীন,, জাতীয় নি্র্বাহী কমিটির ( ঢাকা  বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান,
এ সময় বিশেষ অতিথি শামা ওবায়েদ ইসলাম  রিংকু বলেন, আমি মিটিং সমাবেশ বহুবার  বলেছি আওয়ামীলীগের পরিনতি এত খারাপ হবে শেখ হাসিনা পালানোর সময় পাবে না। ইনশাআল্লাহ তাই হয়েছে।
আজ শেখ হাসিনার দোসরা কোথায়? কোথায় তাদের সৌখিন স্বজনরা। ইট মারলে পাটকেল খেতে হয়। মনে রাখা উচিত ছিল, আল্লাহ তায়ালা ছাড় দেন কিন্ত ছেড়ে দেন না। সকল পাপের কড়া গন্ডা দেশের মানুষ হিসেব নিবে ইনশাআল্লাহ।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন,গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি  এফই সরফুজ্জামান জাহাঙ্গীর, বিএনপির সাবেক আহবায়ক, এমএইচ খান মঞ্জু,জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এসএমনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮