1. admin@banglarakash.com : admin :
August 23, 2025, 5:51 am

ফরিদপুরে খেয়ালী ‌ নাট্য দলের ‌ ২১ বছর পূর্তি উপলক্ষে ‌ দুদিন ব্যাপী নাট্য উৎসব সমাপ্ত

Reporter Name
  • Update Time : Saturday, December 21, 2024,
  • 77 Time View
Spread the love

বাংলার আকাশ ডেস্কঃ

‌খেয়ালী নাট্য দলের ২১ বছর পূর্তি উপলক্ষে ‌ দুই দিনব্যাপী নাট্য উৎসব সমাপ্ত হয়েছে। আজ রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুটো নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে খেয়ালী নাট্য দল ছাড়াও মুন্সিগঞ্জের অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র ‌ তাদের নাটক মনজাগরণ মঞ্চস্থ করে। নাটক শেষে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

খেয়ালী নাট্য দল তাদের পরিবেশনায় ‌ নাটক চোখে আঙ্গুল দাদা ‌ মঞ্চস্থ করে। মনোজ মিত্র রচনা ‌ এবং আলম খানের নির্দেশনায় এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুষমা সোমা, সুমন সিরাজ, বাঁধন লতা আহসান হাবীব, অপু মন্ডল বিপ্লব মন্ডল, সবুজ বিশ্বাস রবিন রনি আহমেদ, জীবন দাস ও সাকিবুল সজল। এছাড়া মুন্সীগঞ্জের অবয়ব ‌ সাংস্কৃতিক কেন্দ্রের ‌ পরিবেশিত মন জাগরণ ‌ নাটকে যারা অভিনয় করেন তারা হলেন আব্দুল কাইয়ুম ,রাশেদুল হক সাজু, সৌম্য মন্ডল , সাইফুল্লাহ ভূঁইয়া, মাহবুবুল আলম, সুমা রহমান, দ্বীপ মন্ডল। নাটকটির রচনা ও নির্দেশনা প্রদান করেন ‌ অপূর্ব সূচনা।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই দুটি নাটক উপভোগ করছেন । অনুষ্ঠানের পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে ফরিদপুরে খেয়ালী নাট্য সম্প্রদায়ের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনটি আগামী দিনে আরো ভালো করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া এ ধরনের আয়োজন এর জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামীতেও ফরিদপুরের নাট্য অঙ্গনে সংগঠনটি আরো ভালো কাজ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় ফরিদপুরে বিভিন্ন নাট্য সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর ‌ দর্শকেরা উপস্থিত ছিলেন।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT