1. admin@banglarakash.com : admin :
August 23, 2025, 8:55 pm

ওসির অপসারণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Thursday, October 17, 2024,
  • 17 Time View
Spread the love

সদরপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সদরপুর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

সদরপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুমন মাতুব্বরের নেতৃত্বে মানববন্ধনে ওসি মো. মোতালেব হোসেনের অপসারণের দাবি তোলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমান ওসি এখনো আওয়ামী লীগ ও নিক্সন চৌধুরীর সমর্থকদের সঙ্গে একসাথ হয়ে কাজ করছেন।

তাদের কথামতো ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিয়ে থাকেন। ছাত্রদলের সদস্যদের হয়রানি করেন। থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের সাথে খারাপ আচরণ করেন। আমরা এমন ওসি চাই না। আমরা আইজিপি ও ফরিদপুরের এসপির দৃষ্টি আকর্ষণ করছি।’ আগামী সাত দিনের মধ্যে এই ওসিকে অপসারণ না করা হলে আরো বড় আকারে বিক্ষোভের কথাও জানান তারা।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগ বা বিএনপির ওসি না, আমি প্রজাতন্ত্রের চাকরি করি। পুলিশ কোনো দলের না।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে যখন যেখানে দিবে, সে তখন সে জায়গার দায়িত্ব পালন করবে। আমার কাছে কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আসে আমি সেটা করব না। যেটা সঠিক আমি সেটাই করব।’

মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘তাদের কোনো দাবি থাকলে তারা প্রথমে সেটা আমাকে জানাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। কিন্তু আমি কোন অন্যায় করছি না যা আইনগত কাজ তা পালন করছি মাত্র।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT