শিরোনামঃ
ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন ইটালিয়ান জায়েন্ট ক্লাব ইন্টার মিলান ফ্যাসিবাদ পতনের সূচনাবিন্দু, জুলাই গণঅভ্যূথান 2026 সালের শুরুর দিকে নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন ড. ইউনূস পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে মায়ের নিথর মরদেহ দেখেন এইচ এসসি পরীক্ষার্থী সেনা কর্মকর্তার ভূয়া পরিচয়ে বিয়ে, বাক্যালাপে ফেঁসে গেলেন যুবক সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন এর দুইদিনের রিমান্ড জারী সন্তান জন্মের পর হাসপাতালেই বসে পরীক্ষা দিলেন এইচএসসি শিক্ষার্থী মগবাজারে আবাসিক হোটেলে একটি পরিবারের রহস্যজনক মৃত্যু বিকেলে প্রকাশ হচ্ছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসির দল ইন্টার মায়ামি গাজায় অপুষ্টিতে ভূগে অন্তত ৬৬ শিশুর মৃত্যু সাহাবিদের নিয়ে কটূক্তি করায় নারী আইনজীবী আটক দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা , নদীবন্দরে সতর্কতা জারী ফরিদপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান আকস্মিক বন্যার কবলে পাকিস্তান, নিহত ১১ জন। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন “কাটা লাগা ” খ্যাত অভিনেত্রি শেফালী জারিওয়ালা নতুন চুক্তিতে ঘণ্টায় ৬৫ লাখ পাচ্ছেন রোনালদো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত হয়েছে ৪ জন। আত্মহত্যার আগে ফেসবুকে পোস্ট ‘ভালোবাসি লিসা’ এইচএসসি পরীক্ষা দিতে আজ বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

হঠাৎ করেই কুমার নদে ধ্বস।। ভাঙ্গন আতংকে এলাকাবসী

Reporter Name
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

Spread the love

সুজাউজ্জামান জুয়েলঃ
হঠাৎ করেই কয়েক ঘন্টার ব্যবধানে কুমার নদের তীরবর্তী বসত বাড়ীর কয়েকটি ঘর, গাছপালা চলে গেছে নদীগর্ভে। আশে পাশের কয়েকশ মিটার এলাকাজুড়ে ভাঙ্গন দেখা দেওয়ায় আতংকের মধ্যে দিন কাটাচ্ছে তীরের শতশত মানুষ। এছাড়া ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে ২০/২৫টি বসত বাড়ী, সরকারী রাস্তা, মসজিদ, মাদ্রাসাসহ প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রীজ। হঠাৎ করে ভাঙ্গন সৃষ্ঠি হওয়া দিশেহারা হয়ে পরেছে ওই এলাকার মানুষ। কেউ কেউ ব্যক্তিগত অর্থে ধ্বস ও ভাঙ্গন ঠেকাতে বালুর বস্তা, বাঁশ ও গাছের বল্লি দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চালালেও তাতে কোন কাজ হ”েছনা। এমন ঘটনাটি ঘটেছে ফরিদপুর পৌরসভার কুমার নদের গুহলক্ষীপুর এলাকায়।
¯’ানীয়রা জানান, গত কয়েকদিনের প্রচন্ড বৃষ্টির এবং ফরিদপুর শহর রক্ষা করার সুইচ গেট দুটি খুলে দেওয়ার কারনে প্রথমে নদপাড়ের বিশাল একটি অংশজুড়ে ফাঁটলের সৃষ্টি হয়। এর পর হঠাৎ করেই প্রায় একশ মিটার এলাকা নদের গর্ভে ধ্বসে পড়ে। এতে করে ওই এলাকার কয়েকশ মানুষ সারা রাত আতংকের মধ্যে থাকে। ঘটনাটি ঘটে বুধবার রাতের বেলায়। এরপরই গত কয়েকদিন ধরে একের পর এক নদপাড়ের বেশ কয়েকটি বসত বাড়ী ধ্বসে পড়ে। এ ঘটনায় গুহলক্ষীপুর ও ভাটিলক্ষীপুর এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এরমধ্যে নদের দুপাশের কয়েকশ মিটার এলাকার ২০/২৫টি ¯’ানে তীব্র ফাঁটলের সৃষ্টি হয়েছে। গুহলক্ষীপুর এলাকার চুনাঘাটা ব্রীজ সংলগ্ন যেসব বাড়ী ঘর রয়েছে তার মধ্যে মতিয়ার প্রামানিকের বাড়ীর বড় একটি অংশ কুমার নদে ধ্বসে গেছে। এতে তার কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ভয়াবহ হুমকির মুখে রয়েছে তার পুরো বাড়ীটি। যে কোন সময়ে নদের গর্ভে বিলিন হয়ে যেতে তার বসতবাড়ী।
সরেজমিন গিয়ে দেখা যায়, মতিয়ার প্রামানিকের বাড়ীটি রক্ষা করতে তিনি নিজ উদ্যোগে প্রায় ৭০/৮০ হাজার টাকা গাছের বল্লি, বাঁশ, খুঁটি, বালুর বস্তা দিয়ে নিজের ভিটা রক্ষার প্রানপন চেষ্টা চালিয়ে যা”েছন। তবে শত চেষ্ঠাও করে তার বাড়ী-ঘর রক্ষা করতে ব্যর্থ হ”েছন তিনি।
একই সাথে হাজী মোঃ মোফাজ্জেল, আলেয়া বেগম,বিল্লাল প্রামানিক, মঞ্জু ফকির, জাহিদ মোল্লাসহ বেশ কিছু বসতবাড়ী পড়েছে হুমকির মুখে। হুমকির মুখে রয়েছে একটি ব্রীজ, সরকারী রাস্তা, মসজিদসহ বেশকিছু ¯’াপনা।
¯’ানীয়রা অভিযোগ করে বলেন, গত বছর কুমার নদ সংস্কার করাকালীন সময়ে নদের পাড় বাঁধানোর কথা থাকলেও ঠিকাদার সেই কাজ না করে নদী থেকে মাটি কেটে নেবার কারনেই আজ এ অব¯’া। নদের হাত থেকে বসতবাড়ী, বিভিন্ন ¯’াপনা ধ্বসে পড়ার হাত থেকে রক্ষা করতে দ্রæত সরকারী ভাবে কাজ করা জরুরী হয়ে পড়েছে। দ্রæত কাজ শুরু করা না হলে পৌরসভার গুহলক্ষীপুর ও ভাটিলক্ষীপুর এলাকার কয়েকশ মানুষ বসতবাড়ী হারিয়ে নিঃস্ব হয়ে পড়বেন।
কুমার নদের ভাঙ্গনের বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানার পর সেখানে সরেজমিন লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহনের নির্দেশ দেয়্ াহয়েছে। পরবর্তীতে পরীক্ষ-নিরিক্ষা করে বরাদ্ধ পেলে বড় আকারে কাজ করা হবে।

 


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১