বাংলার আকাশ ডেস্ক :
বন্যা দুর্গতদের সাহায্যে ফরিদপুর বৈশাখী নাট্যগোষ্ঠীর প্রযোজনায় ১৫০ তম নাটক তোতা কাহিনী ফরিদপুর শিল্পকলায় গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় । রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে “তোতা কাহিনী’ নাটকটিতে অভিনয় করেন ফরিদপুর বৈশাখী নাট্যগোষ্ঠীর লিটল থিয়েটারের সদস্য বৃন্দ এবং নাটকটির
নাট্যররূপ ও নির্দেশনা দেন নন্দিতা ঘোষ।
সার্বিক সহযোগিতা করেন মোঃসাইফুল হাসান মিলন কালচার অফিসার, জেলা শিল্পকলা একাডেমী, ফরিদপুর এবং ফরিদপুর বৈশাখী নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট বশির আহমদ চৌধুরী সহ বৈশাখী নাট্যগোষ্ঠীর সকল সদস্যবৃন্দ। শিল্পকলা হল ভর্তি দর্শক নাটকটি উপভোগ করেন।