বাংলার আকাশ ডেস্ক:
জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিম এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী ‘সেবা দিবস’ পালন করে ফরিদপুর ডায়বেটিক সমিতি। এ উপলক্ষে আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের ৩য় তলায় লেকচার হল-১ এ ফরিদপুর ডায়বেটিক সমিতি (ফডাস)-র সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোআ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়াসিন কবির, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ মহিবুল্লা, গীতাপাঠ করেন ডিএফ-১৩ এর শিক্ষার্থী সারদিয়া দত্ত। ডাঃ এএফএম কামাল এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ এর মাধ্যমে শুরু
হওয়া আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন, জীবন সদস্য মাসুদা বেগম বুলু (সাবেক ভাইস চেয়ারম্যান, ফরিদপুর সদর উপজেলা), জীবন সদস্য অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, অধ্যাপক মোঃ নুরুজ্জামান মিয়া (সদস্য গভর্নিংবডি, অধ্যক্ষ, কাদেরদী কলেজ, সাধারণ সম্পাদক, মধুখালী ডায়াবেটিক সমিতি), মোঃ সালাহউদ্দিন ফরিদ (সাধারণ সম্পাদক, ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল), অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া (অধ্যক্ষ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ), সাবেক সহ-সভাপতি অধ্যাপক এম.এ. সামাদ (সাধারণ সম্পাদক ফরিদপুর মুসলিম মিশন) ও সভার সভাপতি প্রফেসর শেখ আব্দুস সামাদ (সদস্য সচিব)। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সমিতির আহবায়ক সদস্য বাবু চিত্ত রঞ্জন ঘোষ, উপ পরিচালক (প্রশাসন) মজিবুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের আরএমও ডাঃ হাসান মুরাদ, ডাঃ গোলাম কিবরিয়া, জীবন সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। আলোচকবৃন্দ তাদের বক্তব্যে ডাঃ মোঃ ইব্রাহিম ও ফরিদপুর ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালনকারী ডাঃ মোঃ জাহেদ সহ অন্যান্যদের কথা উল্লেখ করে স্মৃতিচারন করেন। সেই সাথে চিকিৎসার মান উন্নয়ন ও রোগীদের প্রতি ভাল ব্যবহার করার প্রতি তাগিদ দেন। সভার শুরুতে ডায়াবেটিসের উপর প্রবন্ধ পাঠ করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খলিফা মাহমুদ ওয়ালিদ। আলোচান সভার শেষে দোআ অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ, শামসুলউলুম মাদ্রাসা। দিবসটি উদযাপন উপলক্ষে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে আগত সকল রোগীদের বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করা হয়।