মানিক দাসঃ
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। আসুন সর্বস্তরে আল্লাহর দ্বীন কে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হই এ স্লোগানে উক্ত দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে শহরের গোয়ালচামটে অবস্থিত আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা হতে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে । মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের এসে শেষ হলে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিসের সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান। এ সময় তিনি বলেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে । এবং দেশের কাজে আত্মনিয়োগ করতে হবে। এরপর মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।