মানিক দাসঃ
ফরিদপুরে নকল শিশু খাদ্যের কারখানায় ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে । মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে চরজ্ঞানদিয়া, অম্বিকাপুর বাজারে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। শহরের অম্বিকাপুর বাজারের চরজ্ঞানদিয়া এলাকায় নকল-ভেজাল শিশু খাদ্য আইস ললিপপ, রোবো ড্রিংকসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই এর অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে আব্দুল্লাহ ফুড এন্ড বেভারেজকে ৪৫,০০০ টাকা জরিমানা আরোপ এবং কারখানা বন্ধ করা হয়। আজ অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মে ১,২৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য জনাব মো: আব্দুল কাইয়ুম, জাহিদ, রুবেল এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যাটালিয়ন আনসার এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। সকাল ৮ টা হতে দুপুর ১২:৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।