বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরের কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আজ শনিবার কানাইপুরে বেলা বারোটা থেকে ২ টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় এবং জেলা প্রশাসক, এর সার্বিক সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এঁর নেতৃত্বে কানাইপুর বাজারে আলুর পাইকারি দোকান, পেঁয়াজ, শুকনা খাদ্য চিড়া, মাংস ও ঔষধের দোকানে তদারকি করা হয়। আলুর পাইকারি দোকানে পাকা ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় মেসার্স তালুকদার ট্রেডার্সকে ৫০০০ টাকা, মাংসের মূল্য তালিকা না থাকায় জাহিদের মাংসের দোকানকে ১০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকা ও যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স সৈনিক মেডিকেল হলকে ৮০০০ টাকা সহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। আলু পাইকারি ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগের তুলনায় দাম কমেছে আজ। এছাড়াও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারীদের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল মাহমুদ হৃদয়, জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।