মানিক দাস:
ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে শহরের শ্রীধাম শ্রী অঙ্গন হতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক নিতাই রায় এর সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব সদ্রুত রবিদাস, যুগ্ন সম্পাদক বরুণ রবিদাস , মহিলা সম্পাদিকা চন্দ্রা দেবনাথ, মহানগর কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাধীন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক নরেশ সরকার।
এই শোভাযাত্রাটি শহরের ভাংগা রাস্তার মোড়ে গিয়ে সূচনা স্থানে ফিরে আসে। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।