মানিক দাস :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দফা দাবিতে ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর এমাজন নার্সিং কলেজের শিক্ষার্থী মোঃ আদনান সামির সভাপতিত্বে ফরিদপুর মেডিকেল কলেজ হতে প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
এ সময় বক্তব্য রাখেন জেড এম নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ মানজুর,
৩য় বর্ষের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন, পিয়া আক্তার, এমাজন নার্সিং কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী আখিনুর আক্তার, এস এ সালাম নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ ফুয়াদ হাসান, সানজিদা ইসলাম।
এ সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিল। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা নার্সিং পেশার মান উন্নয়নে ও নার্সিং পেশাকে আরও যুগোপযোগী করতে ১১দফা দাবি বাস্তবায়নের তাগিদ দেন। তাদের দাবিগুলো অচিরেই পূরণ না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।