বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রায় প্রতিটি ঘরই ছিল ছাত্র জনতার পক্ষে , এ চিত্র তারই একটি বহিঃ প্রকাশ মাত্র। শারীরিকভাবে অক্ষম তবুও স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য ঘরের বাহিরে মিছিলে যেতে চায় এই ছেলেটি। স্বাধীনতার জন্য মা তাকে একটি পতাকা কিনে দিয়েছে , খাটে শুয়ে শুয়েই সে পতাকা নাড়াচ্ছে ।
ছাত্র আন্দোলনের শুরু থেকেই সে টিভি দেখে ঘরের ভিতরেই সে বিদ্রোহী হয়ে ওঠে, আর মাকে সে বলত এই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সে মিছিলে যাবে এবং বাবা-মা কেউ যাবে না তার সঙ্গে , শুধু তার হূইল চেয়ারটা টানার জন্য ভাইয়াটাকে সাথে নিবে ।এভাবেই জানাচ্ছিল তার মা, ছাত্র আন্দোলনের বিজয়ে সে এখন অনেক খুশি।তাইতো শুধুমাত্র টিভি দেখে আর স্বাধীন বাংলাদেশের পতাকা নেড়ে সে তার স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
সুত্র : ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছবিটি তুলে আমার কাছে পাঠিয়েছেন তার মা।