স্টাফ রিপোর্টারঃ
আজ বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে, ফরিদপুরের কোটা আন্দোলনের সমন্বয়ক দাবি কারে ফরিদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট কম্পিউটার সাইন্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মোঃ আরমান আলী শিকদার, লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের পাঠ করে শোনান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের যে আন্দোলন সংঘটিত হয় সেই আন্দোলনে অনেকেই নিহত ও আহত হয়েছে, এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ যেমন মেট্রোরেল, বিটিভি ভবন , এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা ও অগ্নি সংযোগ ঘটে। আমরা এই সকল কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই ।তারা আরো বলেন আমাদের প্রধান দাবী ছিল কোটার যৌক্তিক সংস্কার এবং সেই যৌক্তিক সংস্কার দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে এবং আমাদের দাবি পূরণ হয়েছে এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত খুলে দেবার দাবিও জানাই।
কোটা আন্দোলনের সমন্বয়ক দাবি করা মোঃ আরমান আলী শিকদারের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল রিফাত দশম শ্রেণী ফরিদপুর উচ্চ বিদ্যালয় এবং রাকিব।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কবিরুল ইসলাম সিদ্দিকী সহ ফরিদপুরের সাংবাদিকবৃন্দ।