প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে শনিবার ইরাককে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে গেল আর্জেন্টিনা। বি গ্রুপে মরক্কো ও ইরানের মতো আর্জেন্টিনার পয়েন্ট সমান ৩ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আর্জেন্টিনা।
অলিম্পিকের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে অবিশ্বাস্য এক নাটকীয়তায় মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
সেই ধাক্কা সামলে শনিবার টিকে থাকার লড়াইয়ে ইরাককে ৩-১ গোলে হারিয়ে জয়ের খাতা খুলেছে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে একটি করে গোল করেন থিয়াগো আলমাদা, লুসিয়ানো গন্দু ও ইগনাসিও ফার্নান্দেজ। প্রথমার্ধে যোগ করা সময়ে আইমান হুসেইন ম্যাচে সমতা ফেরালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ইরাক।
আরেক ম্যাচে ডমিনিকান প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্পেন।