ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় এ উপজেলায়ও ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত নানা কার্যক্রম এর মধ্য দিয়ে উদযাপন করা হবে ভূমি সেবা সপ্তাহ।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মেহেদী হাসান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরবাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক জহুর, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক অ্যাড. কোরবান আলী প্রমুখ।