বিএনপি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে গতকাল শুক্রবার
বিকেল চারটায় শহরের পুলিশ প্লাজায় কুইন টার্চ চাইনিজ রেস্টুরেন্টে আন্তর্জাতিক পরিমণ্ডলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইকনিক সফল দূরদর্শী রাষ্ট্রনায়ক শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শাহাজাদা মিয়া
,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন,
কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর
,কেন্দ্রীয় কমিটির সহ -আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জয়নাল আবেদীন মেজবা,
ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,
সহ সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির,
সহ সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম নাসির,
আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান দিপু,
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ
,ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা’,
সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশ,
যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু,
ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু,রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন -উর- রশীদ,
সাংবাদিক গাউছুর রহমান,গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু,
ফরিদপুর জেলা জিয়া পরিষদের সভাপতি এ্যাডঃ আব্দুল হান্না্রাজবাড়ী জেলা জাসাসের সাবেক আহবায়ক মাহাবুব চৌধুরী দুলাল,
ফরিদপুর সুগার মিলের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ ওহিদুজ্জামান মিয়া,ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ,সহ সভাপতি ইউসুফ হোসেন জেলা ছাএদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন,
সহ সভাপতি অনিক খান জিতু,সহ সভাপতি আদনান হোসেন খান,সহ সভাপতি কৌশিক আহমেদ অনিক,
মহানগর ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দামসহ রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি পন্থী পেশাজীবি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার বক্তারা বলেন যে, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক।
জিয়াউর রহমান তার সংক্ষিপ্ত শাসনকালে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে দেশকে অভূতপূর্ব উচ্চতায়,
অধিষ্ঠিত করেন। তিনি ১৯৭৭ সালে গঙ্গার পানি বন্টনে ফারাক্কা চুক্তি, তিন বিঘা করিডোর হস্তান্তরের রুপরেখা প্রস্তুত,দক্ষিণ তালপট্রি দ্বীপের মালিকানা নির্নয়নে যৌথ জরিপ ও আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে অধীনতামূলক মিএতার বদলে সার্বভৌমত্ব মর্যাদার ভিত্তিতে সম্পর্কে উন্নয়ন তারই সুস্পষ্ট উদাহরণ। জিয়াউর রহমান সার্ক গঠনে, ইরাক- ইরান যুদ্ধ নিরসনে ,আল – কুদস কমিটি গঠনে,এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
বক্তারা আগামী দিনের দলীয় কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।