এস এম শুভঃ
আজ ৩১ মে, রাত ৯টা ৩০ মিনিটে এন টিভিতে প্রচারিত হবে একক নাটক তোমারও বিরহে রহিব বিলীন।জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, যাহের আলভী, ইফফাত আরা তিথি এবং রোজি সিদ্দিকী। অন্তরীপ প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটির চিত্রগ্রহণে ছিলেন এস আর নিহাদ এবং সম্পাদনায় রমজান আলী।
গল্পে দেখা যাবে,
জিহান ও বেলা সম্পর্ক করে বিয়ে করেছে,সুখে সংসার চলছিলো ওদের গতানুগতিক বাঙালি পরিবারের মতই। জিহান চাকরি নিয়ে ব্যস্ত আর বেলা সংসার নিয়ে ব্যস্ত। বেলা ভাবতো সুন্দর করে সংসার করলেই স্বামী সুখে থাকবে। একটা সময় জিহান মেয়েদের সাজগোজ পছন্দ করত না, ব্ল্যাক কফি পছন্দ করত না, পাউরুটি দিয়ে বানানো কোন নাস্তা পছন্দ করত না। কিন্তু সময়ের সাথে সাথে যে মানুষের মন বদলে যায়,পছন্দ বদলে যায়,সে দিকটাই বেলা খেয়াল করেনি।বেলা দিন দিন সাজগোজ ছেড়ে দিলো।অগোছালো শাড়ি পড়তো, ভাল করে চুল আঁচড়াতো না। এরই মধ্যে জিহানের অফিসে জয়েন করে ইলোরা গোমেজ নামে একটা মেয়ে। সে অস্ট্রেলিয়া থেকে এসেছে, ডিভোর্সি। তো তার মধ্যে অনেক বেশি চাকচিক্য ছিল। সে অনেক বেশি ছিল ঝকঝকে। তার কথায় ছিল অনেক ওপেননেস। মেয়েটা গায়ে পড়ে জিহানের সাথে একটা বন্ধুত্ব করে। তার বাসায় যেতে বলে। সেই বন্ধুত্ব থেকে ওদের মধ্যে একটা ভালোবাসা হয়। সেই ভালোবাসা থেকে ইলোরা আরও এগিয়ে যেতে চাই।
এদিকে জিহান তার অনেস্টনেস থেকে সে তার স্ত্রীর কাছে স্বীকার করে এখন সে অন্য একটা মেয়েকে ভালোবাসে।তাই সে বেলার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই এবং ইলোরা তার সাথে দেখা করতে চাই। তখন বেলা ইলোরাকে বাসায় আসতে বলে।
তারপর একদিন সন্ধ্যায় জিহান ইলোরাকে বাসায় নিয়ে আসে।বেলা সেই দিন তার বাসাটাকে সুন্দর করে সাজায় এবং নিজে পার্লারে গিয়ে সেজে আসে।ইলোরা কে নিয়ে জিহান যখন ঘরে প্রবেশ করে বেলাকে দেখে জিহান আর চোখ ফেরাতে পারে না। অপূর্ব সুন্দর লাগছে আজ বেলাকে। তখন জেহানের মনে একটা দ্বিধা লাগে ও চাকচিক্য দেখে ইলোরার দিকে গিয়েছিল কিন্তু চাকচিক্যে বেলা অনেক বেশি সার্ফ। সর্বশেষে বেলা ইলোরা কে বুঝিয়ে দেয় প্রেম এবং মহের পার্থক্য টা কি। এক সময় ইলোরা ফিরে যায় অস্ট্রেলিয়ায়।এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।