ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শুক্রবার বিকেলে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের আওয়ামী লীগ অফিস কার্যালয়ে ফরিদপুর আওয়ামী লীগের পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝরনা হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, বক্তব্য রাখেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, নুরুল আমিন বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী প্রমূখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশে উন্নয়ন সাধিত হচ্ছে। অথচ স্বাধীনতা বিরোধী শক্তি এবং বিএনপি-জামাত চক্র বিভিন্ন সময় বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর তাই এদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।