ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৬ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার- ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম নগরকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত বুধবার ১৫ মে রাত ১০ টা ১০ মিনিটে নগরকান্দা থানাধীন বারখাদিয়ার চানমিয়া তালুকদার এর বসত বাড়ির পূর্ব পাশের চারচালা টিনের ওয়ালসেট ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ হাবিবুর রফিকুল বাবু (২৭) পিতা- আলী আজগর প্রদান, সাং- মৈকুলী উত্তর পাড়া, থানা- রুপগঞ্জ ২। মোঃ কামাল হোসেন (৪০) পিতা- মৃত মোঃ আবু সিদ্দিক , সাং- দামোদরদী, থানা- সোনারগাঁও ৩। মোঃ আলী হোসেন (২৭) পিতা- মৃত ফজর আলী, সাং- গঙ্গানগর, থানা- রুপগঞ্জ ৪। মোঃ সুলতান (২৯) পিতা- মৃত উচমান গনি সাং- মৈকুলী ( ছাত্তার মেম্বারের বাড়ির ভাড়াটিয়া), থানা- রুপগঞ্জ ৫। মোঃ আতাউর রহমান (২৬) পিতা- মোঃ আমিনুর রহমান , সাং- ভাটিগুপন্দি, থানা- আড়াইহাজার, ৬। মোঃ মনির হোসেন (২৮) পিতা- মোঃ মজিবর রহমান, সাং- চিটাগাং রোড বটতলা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ এদেরকে সর্বমোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।