ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগীতায়, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ষবরণ ১৪৩১ বঙ্গাব্দ ও গ্রামীণ বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে সংগঠনের সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে ফরিদপুর শহরের কোর্টচত্ত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস জনাব ঝর্ণা হাসান। মেলার উদ্বোধক ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ,সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মোশার্রফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, রাসিন এর নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা। সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনা সভায় বক্তারা চিরায়ত বাংলা সংস্কৃতি ও বাংলার মানুষের অসাম্প্রদায়িক মনোভাব জাগ্রত রাখতে বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরেন। এরপর ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।