ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা । এ সময় আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সচেতনতা- স্বীকৃতি- মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে উক্ত দিবস পালন করা হয়।