ষ্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ভিক্ষুক ও এতিম এবং অসহায় দরিদ্র মানুষদের সাথে গতকাল শনিবার বিকালে ইফতার মাহফিল পুলিশ লাইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ফরিদপুরে পুলিশ সুপার মোর্শেদ আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সহ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে ভিক্ষুক ও এতিম এবং অসহায়, ছিন্নমূল মানুষ, শারীরিক প্রতিবন্ধী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল এবং বিশ্বের সকল মুসলিম জাহানের শান্তি কামনা ও দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফেরদৌস রহমান।