পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
দ্বিপাক্ষিক এই সিরিজের খেলাগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ৩, ৫ ও ৭ মে প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদে। প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টা। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে দুপুর ৩টায়।
শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দুই দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে ম্যাচ দুটি। সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।
সর্বশেষ ২০২০ সালের মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে।
আগামী বছরের মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্র চলে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশ ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে।