ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার এর দিক নির্দেশনা ও অফিসার-ইনচার্জ, (কোতয়ালী জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মধুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটের সময় মধুখালী থানাধীন পৌরসভার ০২ নং ওয়ার্ড মধুপুরের হাকিম খানের বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর তালগাছের নিচ হতে আসামী ১। সোহেল খান (২৮) পিতা- শাজাহান খান, মাতা- আঞ্জুমান আরা বেগম, সাং- মধুপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুরকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।এ বিষয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।