ফরিদপুর জেলা প্রতিনিধি
৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে জানানো হয় গতকাল সোমবার আনুমানিক রাত ২১:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের কসটেপ দ্বারা মোড়ানো আনুমানিক ১০,৮০,০০০/- টাকা মূল্যমানের ৩৬ গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রেজাউল মাতব্বর (৪১), পিতা- মোঃ তোতা মাতব্বর, সাং- গজারিয়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে উক্ত আসামী মাটিতে মাদক পুতে রাখা সহ নিত্যনতুন কুট কৌশল অবলম্বন করতো। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।