ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে । ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোগ কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ । মেলায় ৩৫টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ.কে. আজাদ বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, ফরিদপুর বিসিক শিল্পনগরীকে সক্রিয় করতে হবে। প্রয়োজনে ওই সকল উদ্যোক্তাদের সহযোগিতা করে দাঁড় করাতে ভূমিকা রাখতে হবে। তবেই এ জাতীয় উদ্যোগ সফল হবে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিক আঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বিসিক কর্মকর্তা মানছুরুল করিম প্রমুখ । মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিস, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে।