ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সকালে রেলি ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাঁকাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ। এ সময় ফরিদপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। “স্মার্ট হবে স্হানীয় সরকার, নিশ্চিত করবে সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্হানীয় সরকার দিবস পালন করা হয়।