ইউক্রেনের রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলে মিসাইল হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্কের একটি প্রশিক্ষণ এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেন শোইগু। তবে দোনেৎস্কে হামলার বিষয়ে কোনো কথা বলেননি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দোনেৎস্কের ওই স্থানে এক সিনিয়র রুশ কমান্ডারের আগমন উপলক্ষে সেনারা জড়ো হয়েছিল। সে সময়, সেনাদের জমায়েত লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত দুটি হাইমার্স মিসাইল ছোড়া হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে অনেক মৃতদেহ দেখা গেছে।
রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা হামলার কথা স্বীকার করলেও, নিহতের সংখ্যা জানায়নি। তবে, এ হামলা ও হতাহতের সংখ্যা নিয়ে রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।