ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে স্পিড বেকার এর রংয়ের কাজ শুরু।কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান। এ সময় উপস্থিত ছিলেন তার পুত্র শরিফুল হাসান প্লাবন, আশরাফুল হাসান প্রলয়, স্থানীয় বাসিন্দা নাঈম হোসেন রাতুল , সাজিদুল ইসলাম, মোস্তফা কামাল , অনুপ চক্রবর্তী, অমি, রাফি, কাজল, এর সার্বিক সহযোগিতা ছিলেন এমডি আল আমিন আকুল। উল্লেখ করা যেতে পারে ঝর্না হাসানের নিজ উদ্যোগে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এ কার্যক্রমের ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে সচেতন মহল মনে করে।
Like this:
Like Loading...