ফরিদপুর জেলা প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ৯ টায় প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে উক্ত প্রভাতফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।এ সময়ে ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।অন্যন্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এমদাদুল হক, জেলা পরিষদের নির্বাহী প্রধান অফিসার চৌধুরী রওশন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস সহ জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী জেলার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।উল্লেখ করে যেতে পারে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে দেশব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালিত হয়।