ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে শনিবার সকাল ১০ টায় ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগীতার উদ্বোধন করেন ফরিদপুর সদর ৩ নং আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। শওকত আলী জাহিদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল হাসান মিঠু, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল শেখ, শহর আওয়ামী লীগের সাবেক আহবায়ক খন্দকার নাজমুল ইসলাম লেভি । উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টা ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয় । এছাড়া সাবেক ছাত্রী, অতিথিবৃন্দ , এবং শিক্ষকদের একটি করে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।