ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ সকাল ১০ টায় ফরিদপুরের ঝিলটুলির টেরাকোটা রেস্টুরেন্টে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন SME এর আয়োজনে উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি ও ঋণ ম্যাচমেকিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন SME ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক সাজু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন NASCIB ফরিদপুর জেলার সভাপতি মো:আকতার হোসেন, NASCIB ফরিদপুর জেলার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, Trust Bank এর ম্যানেজার সুজিত কুমার সাহা, এবং সভাপতিত্ব করেন Trust Bank এর সিনিয়র অফিসার মো: ইকবাল হক।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি নতুন সকল উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে নতুন সকল উদ্যোক্তারা SME ফাউন্ডেশন এর মাধ্যমে ব্যাংক থেকে যেভাবে সহজে ঋণ পাওয়ার যোগ্যতা লাভ করবে সেসকল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।