ফরিদপুর জেলা প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে। হিন্দু শাস্ত্রমতে সরস্বতী দেবীকে বিদ্যার দেবী বলা হয়। আর তাই শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন এলাকার পূজা মন্ডপে ও বাসা বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেলা সাড়ে বারোটার মধ্যেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ মন্ডপ গুলোতে পূজার্চনা অঞ্জলি যজ্ঞ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এদিকে সরস্বতী পুজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের নীলটুলি আইডিয়াল ক্লাবের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় নীলটুলি সার্বজনীন পূজা মন্দিরে শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় ধর্মীয় সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।