নিজস্ব প্রতিনিধি :
গত ৩রা ফেব্রুয়ারি ২০২৪ রোজ শনিবার বেলা আনুমানিক ১১ টার সময় বুদ্ধি প্রতিবন্ধী সিয়াম জমাদ্দার (১৪) বাড়ি হইতে বাহির হয়ে যায়। তারপরে অনেক সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসে না। বাড়ীর আশেপাশে ও আত্মীয়স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করিয়া তার কোন সন্ধান মিলেনা। সে কোন মোবাইল ফোন ব্যবহার করে না। সারাদিন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজির পরে পাওয়া না গেলে তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজ ব্যক্তির বিবরণ বুদ্ধি প্রতিবন্ধি ছেলে গায়ের রং শ্যামলা হালকা-পাতলা মাথার চুল কালো খাটো সামনের দুইটি দাঁত ভাঙ্গা উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি বয়স ১৪ বছর তাহার পরনে গাঢ় নীল রঙের ফুলহাতা গেঞ্জি জিন্সের ফুল প্যান্ট ও কালো জুতা পরা ছিলো সে ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে কোথাও দেখা গেলে সাথে সাথে ফরিদপুর কোতোয়ালি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। সন্ধান প্রার্থী মাতা পলি বেগম( ৩৫) স্বামী- আঃ সালাম জমাদ্দার সাং- উলুকান্দা, ইউপি-কানাইপুর থানা-কোতোয়ালি জেলা-ফরিদপুর। মোবাইল নাম্বার : ০১৩০১-২১২৭১৬ পলি বেগম।