গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় মুসল্লি, অটোচালক ও পথচারীসহ আরও ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), অজ্ঞাত (৪০), অজ্ঞাত (৪০), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। এদের মধ্যে থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা অটোরিকশাযেগে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ইজতেমা মাঠের উদ্দেশে রওনা হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।