ফরিদপুর প্রতিনিধি
থেমে যাওয়া পড়ালেখা আবারও শুরু হলো পিয়ন জোবায়ের হোসেনের পড়ালেখার সকল দায়িত্ব নিলেন ফরিদপুরের কৃতি সন্তান এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এবং দৈনিক বাংলার আকাশ ও banglarakash.com এর সম্পাদক আলহাজ্ব জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ। স্যারের সকল কর্মকান্ড জনসাধারণের কাছে খুবই অসাধারণ আজ তেমনি আরো একটি মহৎ কাজের দায়িত্ব নিলেন নিজ প্রতিষ্ঠানের পিয়ন জোবায়ের হোসেনের। জোবায়ের তার পড়ালেখার খরচ চালাতে না পেরে বন্ধ করে দেয় পড়ালেখা। জীবন বাঁচানোর দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়,মাঝে মাঝে বিভিন্ন কাজ করে, একদিন স্যারের কাছে আসে এবং স্যার সব কিছু শোনার পরে তাকে নিজ প্রতিষ্ঠানে চাকরি দেয়। চাকরির বয়স এক মাস না যেতেই দায়িত্ব নেয় পড়ালেখার। যারা মানুষকে নিয়ে ভাবে যাদের মানুষের পাশে দাড়ানোর ইচ্ছা থাকে, সেটা আপনার কর্মকান্ডের দিকে তাকালেই বোঝা যায়। আপনি একজন সাদা মনের মানুষ। সবাই মেধাবী জোবায়ের ছেলেটার জন্য দোয়া করবেন যেন জীবনের এই সুযোগ কাজে লাগাতে পারে।