ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হাসিবুল হাসান লাভলুর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ বুধবার বেলা ১১ টায় কর্মসূচির অংশ হিসেবে সকালে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও , জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া এক মিনিট নীরবতা পালন করা হয়
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত হাসিবুল হাসান লাভলুর সহধর্মিনী মিসেস ঝর্ণা হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার । এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদানের এবং মরহুম হাসিবুল হাসান লাভলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে এ উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।