ফরিদপুরের বোয়ালবাড়িতে গতকাল বিকেল ৩:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হককে (৪০) এর ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বোয়ালমারী উপজেলার বারখাদিয়া গ্রামের কাজী এনামুল হক (৪০), পিতা-কাজী শাহাবুদ্দিন নামে উক্ত ব্যক্তি নিজ বসত বড়িতে অবস্থানকালে তাকে তল্লাশি করে লুঙ্গির কোচর হতে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০(ক) ধারায় বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার সকাল ১০ টায় উক্ত আসামি কে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।