ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোসের উদ্যোগে প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে আজ বুধবার বেলা একটায় শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান মিরাজ, জেলা শ্রমিকলীগের সভাপতি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাছির, সাধারণ সম্পাদক ঈমান আলী মোল্লা প্রমূখ।এছাড়া অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন যে, ফরিদপুর পৌরবাসীর যে কোন সমস্যা সমাধানে আওয়ামী লীগের নেতা- কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগ একটি জনবান্ধব সংগঠন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের জয়যাত্রায় সবাইকে অংশগ্রহণের আহবান জানান। পরিশেষে ওয়ার্ড কাউন্সিলর, নাগরিক কমিটি এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।যা পরবতীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে বন্টন করা হবে বলে জানা যায়।