ফরিদপুর জেলা প্রতিনিধি
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় সেমি ফাইনালে উঠেছে ফরিদপুর জেলা দল। শনিবার গোপালগঞ্জ অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের দ্বিতীয় খেলায় তারা ঢাকা জেলা দলকে ১০১ রানের বড় ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল উন্নীত হয়। ফরিদপুর দলের পক্ষে অসাধারণ বল করেন আদম ফকির তিনি ২১ রানে ৫ উইকেট লাভ করে জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আদম ফকির এস এ মান্নান স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফরিদপুর দল ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে । দলের পক্ষে ইশফাক আহমেদ সালেহ ৫১ এবং আব্দুল্লাহ আল আদিব ৫২ রানের ইনিংস খেলেন।
ঢাকা দলের পক্ষে আপন ও আসিফ ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা জেলা দল ৮২ রানে অলআউট হয়। দলের পক্ষে শান্ত ২৬ অর্ক ২০ রান করে। ফরিদপুর জেলা দলের পক্ষে আদম ফকির ৫ টা , এবং অনিক ও সাইফ ২ টি করে উইকেট লাভ করে । বিজয়ী দলের আদম ফকির কে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।
তার এই অসাধারন কৃত্তীতে এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম তাকে ধন্যবাদ জানায় এবং আদমেরে উজ্জল ভবিষ্যৎতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।