ফরিদপুর প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ফরিদপুর শহরে সাজসাজ রব । একই সাথে আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরে আসছেন এবং নির্বাচনী জনসভায় ফরিদপুর বাশির উদ্দেশ্য ভাষণ দেবেন। সে উপলক্ষে সকাল থেকেই ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি শুরু হয়। শহরের রাজেন্দ্র কলেজ মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত এখনো লোকজন আসছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় নৌকার পক্ষে ভোট চাইবেন এবং ফরিদপুরের চারটি সংসদীয় আসনের নৌকার প্রার্থীদের এই মঞ্চে পরিচয় করিয়ে দিবেন, এবং ফরিদপুরের উন্নয়নের ঘোষণা দিবেন আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন সেটাই আশা করছে ফরিদপুরবাসী। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে এমনটি আশা করছে সাধারণ জনগণ। এদিকে জনসভা কে কেন্দ্র করে ফরিদপুর আইন-শৃঙ্খলার প্রস্তুতি যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে। সমাবেশ স্থলে এবং আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায় । এ সংবাদ লেখা পর্যন্ত ফরিদপুর সদর , ইউনিয়ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী রা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য ফরিদপুরের চারটি আসনের নির্বাচনী দিকনির্দেশনা এবং আগামী দিনের উন্নয়নে ঘোষণা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে ।