1. admin@banglarakash.com : admin :
August 24, 2025, 6:41 pm

‘ব্যারিস্টার সুমনের ফল কিন্তু বলে দিলাম, মিলিয়ে নিয়েন’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : Sunday, December 17, 2023,
  • 17 Time View
Spread the love

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তুলেছিলেন।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এ সময় হিরো আলম বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই— ৩০০ আসনের মধ্যে আপনারা আওয়ামী লীগদলীয় প্রার্থী নিলেন, স্বতন্ত্র প্রার্থীও নিলেন। কিন্তু আমরা যারা আমজনতা আছি, তাদের আসন কোথায়?

হিরো আলম বলেন, আওয়ামী লীগদলীয় প্রার্থী থাকার পরও নির্বাচনে তাদের দলের স্বতন্ত্র প্রার্থীর কোনো দরকার ছিল না।

তিনি বলেন, ব্যারিস্টার সুমনের যে আসন, সেখানে তিনি কিন্তু পার হবেন। সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হেরে যাবে। কারণ নির্বাচনে দেখাবে, সেখানে ফেয়ার নির্বাচন হয়েছে। ফল কিন্তু আমি আগেই বলে দিলাম, মিলিয়ে নিয়েন। ব্যারিস্টার সুমন কিন্তু প্রথমে দলীয় প্রতীকে প্রার্থিতা চেয়েছিল, কিন্তু তাকে দেওয়া হয়নি। এরাও কিন্তু আওয়ামী লীগেরই কর্মী ও তাদের দলের লোক।

নিজের প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সবাই বলেন— আমি ভোটের দিন প্রার্থিতা উইথড্র (বাতিল) করব। কেন উইথড্র করতে চেয়েছি, এই যে পাতানো নির্বাচন, সারা বাংলাদেশের কেউ নির্বাচনে আসতেছে না। তারা কেন আসতেছে না? তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে, এই পাতানো নির্বাচনে তারা (আওয়ামী লীগ) প্রতিটা আসন ভাগ করে নিয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি আজকে বলেছিলাম, এই নির্বাচনে আমি প্রার্থিতা উইথড্র করব।

তার কারণ হচ্ছে— নির্বাচন করে আমি অনেক মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি। শুরুতে ভেবেছিলাম এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন। আমি দুদিন আগে নিজেই বলেছিলাম, আপনারা নির্বাচনে আসুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা আখ্যা দিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন হিরো আলম। তিনি বলেন, আমি প্রার্থিতা উইথড্র করব না। আপনারা নিশ্চয়ই বলবেন কেন করব না?

আপনারাই হিরো আলমকে হিরো বানিয়েছেন এবং আপনারাই আবার হিরো আলমকে জিরো বানিয়ে দেন। আপনারাই বলেছেন হিরো আলম টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে, মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। কিন্তু না, আমি এর আগেও নির্বাচন করেছি। হিরো আলম অন্যায়ের প্রতিবাদের প্রতীক হিসেবে নির্বাচন করেছিল। এই নির্বাচন পুরোটাই সরকারের সাজানো নির্বাচন। এই নির্বাচনে মারামারি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর মতো যারা স্বতন্ত্র প্রার্থী আছে, তারা কেউ নেই। এই নির্বাচন থেকে আমি যে কোনো সময় উইথড্র করতে পারি। নির্বাচনে টিকে থাকাটাই বড় কথা।

হিরো আলম বলেন, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন— এই নির্বাচনে কীভাবে জোর করে সিল মারে। নির্বাচন কতটা সুষ্ঠু হয় সেটি দেখানোর জন্যও একজন লোক থাকা প্রয়োজন। আমি হচ্ছি সেই। কিন্তু আমি যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি।

এর আগে গত বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT