নিখুঁত স্বামী-স্ত্রী হিসেবে ভক্তদের মন কেড়েছেন বিশ্ববিখ্যাত দম্পতি ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম। একজন ফুটবল সুপারস্টার হলেও তিনি পরিবারের একজন সদস্য। ঘরোয়া অনেক কাজ করতে হয় তাকে। তারই অংশ হিসেবে ঘরের টিভি ঠিক করছিলেন ডেভিড বেকহাম।
আর সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম। ক্যাপশনে লিখেছেন, বাড়িতে ইলেকট্রিশিয়ান এসেছিল টিভি ঠিক করতে….স্বাগত!
ছবিতে দেখা যাচ্ছে, জানালার পাশে শুয়ে টিভি ঠিক করছেন ডেভিড। এ সময় তার পরনে একটি সাদা শর্টস ছাড়া আর কিছুই ছিল না।
এতে স্পষ্টতই বোঝা যায় যে, কেবল বিছানা থেকে উঠে টিভি ঠিক করতে ব্যস্ত ছিলেন তিনি। ভিক্টোরিয়া বেকহামের শেয়ার করা এ ছবিতে নানা মন্তব্য করেছেন তাদের ভক্তরা।