ফরিদপুর প্রেসক্লাবের পাঁচ বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা প্রদান।
Reporter Name
-
Update Time :
Saturday, December 16, 2023,
-
17 Time View
- ফরিদপুর প্রেসক্লাবের পাঁচ বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা প্রদান।
এস ইসলাম –
স্বাধীনতার মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে প্রেস ক্লাবের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের পাঁচ বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ শাজাহান এবং সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফরিদপুর পাঁচ জন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দের সংবর্ধনা দেয়া হয়। তারা হচ্ছেন প্রেসক্লাবের সদস্য মরহুম মুক্তিযোদ্ধা সাংবাদিক লিয়াকত হোসেন, মরহুম মুক্তিযোদ্ধা সাংবাদিক শামসুদ্দিন মোল্লা, মরহুম মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল মজিদ মিয়া, মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ ও মুক্তিযোদ্ধা সাংবাদিক মিজানুর রহমান মানিক।
অনুষ্ঠানের সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মিজানুর রহমান মানিক মহান মুক্তিযুদ্ধের তাদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বলেন, স্থানীয় সকল বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে একটি বই প্রকাশ করা হবে যেখানে মুক্তিযোদ্ধাদের সকল মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাগুলো উল্লেখ করা থাকবে, বিশেষ অতিথি ফরিদপুরের পুলিশ সুপার মহোদয় বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান । তারা যুদ্ধ না করলে দেশ-স্বাধীন হতো না । আমরা স্বাধীনতা পেতাম না। আজ বিজয়ের দিনে সারাদেশে মুক্তিযোদ্ধাদের নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বক্তারা আরো বলেন, ফরিদপুর প্রেসক্লাব আজ বিজয়ের দিনে সাংবাদিক মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, এজন্য বক্তারা প্রেসক্লাবের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে প্রয়াত তিন মুক্তিযোদ্ধার পরিবারের হাতে এবং জীবিত দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের অধিকাংশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Please Share This Post in Your Social Media
More News Of This Category