নিজস্ব প্রতিনিধ : গত ১০ তারিখ শুক্রবার ভোর রাতে ফরিদপুর গোয়ালচামোট খোদাবক্স রোডে অবস্থিত ছায়া ডাউল মিল ও নীলা ডাউল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আনুমানিক ভোর চারটার দিকে এই অগ্নিকাণ্ড সূত্রপাত হয়, ওই সময়ে শ্রমিকসহ সকল মানুষ ঘুমিয়ে ছিল । আশেপাশের মানুষের চিৎকারে সকলের ঘুম ভেঙে যায় এবং তারা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয় ।
ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ছায়া ডাউল মিলের অধিকাংশ এবং নীলা ডাউল মিলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। ছায়া ডাউল মিলের স্বত্বাধিকারী রমেন কুমার সাহার সাথে কথা বলে জানা যায়, তার মিলের সকল মেশিনপত্র এবং রক্ষিত ডালের বস্তার ডাল এবং সম্পূর্ণ ঘর আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় এবং তিনি আরো বলেন প্রায় কোটি টাকার সমপরিমাণ তার ক্ষতিসাধন হয়।
নীলা ডাউল মিলের স্বত্বাধিকারী সঞ্জীব কুমার সাহা বলেন তাহার অনেক মেশিনারিজ পুড়ে গিয়েছে এবং ডাল পুড়ে নষ্ট হয়ে গিয়েছে কমপক্ষে তাহার ৫০ লক্ষ টাকা পরিমাণ ক্ষতি সাধন হয়েছে। দমকল বাহিনী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আগুনে পুড়ে দুইটি মিলের ব্যাপক ক্ষতি সাধন হলেও শ্রমিকদের শারীরিক কোন ক্ষয়ক্ষতি হয়নি।